আমল বৃদ্ধি করা ও ইবাদাতে চেষ্টারত থাকা
>> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১৮. অধ্যায়ঃ আমল বৃদ্ধি করা ও ইবাদাতে চেষ্টারত থাকা
৭০১৬. মুগীরাহ্ ইবনি শুবাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] এমনভাবে নামাজ আদায় করিয়াছেন যে, তাহাঁর দুপা ফুলে যেত। এ দেখে তাঁকে বলা হলো, আপনি এত কষ্ট করছেন কেন? আপনার তো পূর্বাপর যাবতীয় ত্রুটি-বিচ্যুতি মাফ করে দেয়া হয়েছে। এ কথার প্রত্যুত্তরে তিনি বলিলেন, আমি কি শুকরগুজার বান্দা হিসেবে পরিণত হব না?
[ইসলামিক ফাউন্ডেশন- ৬৮৬৩, ইসলামিক সেন্টার- ৬৯২০]
৭০১৭. মুগীরাহ্ ইবনি শুবাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, নবী [সাঃআঃ] সলাতে এমনভাবে দাঁড়িয়ে থাকতেন যে, এতে তাহাঁর দুপা ফুলে যেতো। এ দেখে সহাবাগণ বলিলেন, আল্লাহ তো আপনার আগের ও পরের যাবতীয় ত্রুটি-বিচ্যুতি মাফ করে দিয়েছেন। এ কথা শুনে তিনি বলিলেন, আমি কি শুকরগুজার বান্দা হব না?
[ইসলামিক ফাউন্ডেশন- ৬৮৬৪, ইসলামিক সেন্টার- ৬৯২১]
৭০১৮. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] যখন নামাজ আদায় করিতেন তখন এত বেশি দাঁড়িয়ে থাকতেন যে, এতে তাহাঁর দুপা ফুলে যেত। এ দেখে আয়িশা [রাদি.] বলিলেন, হে আল্লাহর রসূল! আপনি এরূপ করছেন? অথচ আপনার পূর্বাপর যাবতীয় ত্রুটি-বিচ্যুতি মাফ করে দেয়া হয়েছে। এ কথা শুনে তিনি বলিলেন, হে আয়িশাহ্! আমি কি শুকরগুজার বান্দা হব না?
[ইসলামিক ফাউন্ডেশন- ৬৮৬৫, ইসলামিক সেন্টার- ৬৯২২]