আব্বাস ইবনু আবদুল মুত্তালিব (রাদি.)-এর উল্লেখ

আব্বাস ইবনু আবদুল মুত্তালিব (রাদি.)-এর উল্লেখ।

আব্বাস ইবনু আবদুল মুত্তালিব (রাদি.)-এর উল্লেখ। >> বুখারী শরীফ এর মুল সুচিপত্র পড়ুন

পর্বঃ ৬২, সাহাবিগণের মর্যাদা, অধ্যায়ঃ ১১=১টি

৬২/১১. অধ্যায়ঃ আব্বাস ইবনু আবদুল মুত্তালিব (রাদি.)-এর উল্লেখ।

৩৭১০

আনাস (রাদি.) হইতে বর্ণিতঃ

উমার (রাদি.) অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিলে আব্বাস ইবনু আবদুল মুত্তালিব (রাদি.)-এর ওয়াসীলাহ নিয়ে বৃষ্টি বর্ষণের দুআ করিতেন। তিনি বলিতেন, হে আল্লাহ! আমরা অনাবৃষ্টি দেখা দিলে আমাদের নাবীর (সাঃআঃ) ওয়াসীলাহ নিয়ে দুআ করতাম, তুমি বৃষ্টি বর্ষণ করিতে; এখন আমরা আমাদের নাবী (সাঃআঃ) এর চাচা আব্বাস (রাদি.)-এর ওয়াসীলাহয় বৃষ্টি বর্ষণের দুআ করছি। তুমি আমাদের উপর বৃষ্টি বর্ষণ কর। তখন বৃষ্টি হত। [২]

(আঃপ্রঃ ৩৪৩৫, ইঃফাঃ ৩৪৪২)

[২] অত্র হাদীস দ্বারা প্রতীয়মান হয় যে, জীবিত মানুষকে ওয়াসীলাহ করা যেতে পারে, মৃত মানুষকে নয়। মৃত ব্যক্তি ওয়াসীলাহর যোগ্য হলে সাহাবীগণ মুহাম্মাদ (সাঃআঃ)-এর ওয়াসীলাহয় পানি চাইতেন।

By ইমাম বুখারী

এখানে কুরআন শরীফ, তাফসীর, প্রায় ৫০,০০০ হাদীস, প্রাচীন ফিকাহ কিতাব ও এর সুচিপত্র প্রচার করা হয়েছে। প্রশ্ন/পরামর্শ/ ভুল সংশোধন/বই ক্রয় করতে চাইলে আপনার পছন্দের লেখার নিচে মন্তব্য (Comments) করুন। “আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়” -বুখারি ৩৪৬১। তাই এই পোস্ট টি উপরের Facebook বাটনে এ ক্লিক করে শেয়ার করুন অশেষ সাওয়াব হাসিল করুন

Leave a Reply