আনসার দের এবং আলী (রাঃ) কে ভালোবাসা ঈমানের অংশ
আনসার দের এবং আলী (রাঃ) কে ভালোবাসা ঈমানের অংশ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৩৩. অধ্যায়ঃ আনসার দের এবং আলী (রাঃ)-কে ভালোবাসা ঈমানের অংশ ও চিহ্ন এবং তাঁদের প্রতি বিদ্বেষ পোষণ করা নিফাকের চিহ্ন
১৩৮
আনাস [রাঃআ:] হইতে বর্ণিতঃ
রসুলুল্লাহ [সাঃআ:] বলেছেন, আনসারদের প্রতি বিদ্বেষ পোষণ করা হচ্ছে মুনাফিকের নিদর্শন, আর আনসারদের প্রতি ভালোবাসা হচ্ছে মুমিনের নিদর্শন। [ই.ফা. ১৩৯; ই.সে. ১৪৩]
হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৩৯
আনাস [রাঃআ:] হইতে বর্ণিতঃ
নবি [সাঃআ:] বলেন, ঈমানের নিদর্শন হচ্ছে আনসারদের ভালোবাসা এবং মুনাফিকীর নিদর্শন হচ্ছে তাহাদের প্রতি বিদ্বেষ পোষণ করা। [ই.ফা. ১৪০; ই.সে. ১৪৪]
হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৪০
বারা [রাঃআ:] হইতে বর্ণিতঃ
নবি [সাঃআ:] আনসারদের সম্পর্কে বলেছেন, মুমিনরাই তাহাদের ভালোবাসে এবং মুনাফিকরাই তাহাদের প্রতি বিদ্বেষ পোষণ করে। যারা তাহাদের ভালোবাসে আল্লাহ তাহাদের ভালোবাসেন, যারা তাহাদের প্রতি বিদ্বেষ পোষণ করে আল্লাহ তাহাদের ঘৃণা করেন। শুবাহ বলেন, আমি রাবী আদী জিজ্ঞেস করলাম, আপনি কি বারা [রাঃআ:] থেকে এটি শুনেছেন?
তিনি বলিলেন, বারা [রাঃআ:] স্বয়ং আমার কাছে এ হাদীছ বর্ণনা করিয়াছেন। [ই.ফা. ১৪১; ই.সে. ১৪৫]
হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৪১
আবু হুরাইরাহ [রাঃআ:] হইতে বর্ণিতঃ
রসুলুল্লাহ [সাঃআ:] বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে আনসারদের প্রতি বিদ্বেষ পোষণ করিতে পারে না। [ই.ফা. ১৪২; ই.সে. ১৪৬]
হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৪২
আবু সাঈদ হইতে বর্ণিতঃ
রসুলুল্লাহ [সাঃআ:] বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে আনসারদের প্রতি শত্রুতা রাখতে পারেনা। [ই.ফা. ১৪৩; ই.সে. ১৪৭]
হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৪৩
আলী [রাঃআ:] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, সে মহান সত্তার কসম! যিনি বীজ থেকে অঙ্কুরোদগম করেন এবং জীবকুল সৃষ্টি করেন, নবি [সাঃআ:] আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, মুমিন ব্যক্তিই আমাকে ভালোবাসবে, আর মুনাফিক ব্যক্তি আমার সঙ্গে শ্ত্রুতা পোষণ করিবে। [ই.ফা. ১৪৪; ই.সে. ১৪৮]
হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস