অহংকার হারামকরণ
অহংকার হারামকরণ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৩৮. অধ্যায়ঃ অহংকার হারামকরণ
৬৫৭৪
আবু সাঈদ আল খুদরী ও আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তাঁরা উভয়ে বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ ইয্যত ও সম্মান আল্লাহর ভূষণ এবং গর্ব ও অহংকার তাহাঁর চাদর। যে লোক এ ক্ষেত্রে আমার সাথে টানা-হেঁচড়া করিবে আমি তাকে অবশ্যই সাজা দিব। [ইসলামিক ফাউন্ডেশন- ৬৪৪১, ইসলামিক সেন্টার- ৬৪৯২]