আল্লাহ ব্যতীত অন্য কোন কিছুর নামে জবেহ করা হারাম হওয়া প্রসঙ্গে
আল্লাহ ব্যতীত অন্য কোন কিছুর নামে জবেহ করা হারাম হওয়া প্রসঙ্গে >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৮. অধ্যায়ঃ আল্লাহ ব্যতীত অন্য কোন কিছুর নামে জবেহ করা হারাম হওয়া প্রসঙ্গে
৫০১৮
আবু তুফায়ল আমির ইবনি ওয়াসিলাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি আলী ইবনি আবু তালিব [রাদি.] এর কাছে উপস্থিত ছিলাম। এক লোক তাহাঁর নিকট এসে বলিল, নবী [সাঃআঃ] আপনাকে আড়ালে কি বলেছিলেন? রাবী বলেন, তিনি রেগে গেলেন এবং বলিলেন, নবী [সাঃআঃ] লোকদের কাছ থেকে গোপন রেখে আমার নিকট একান্তে কিছু বলেননি। তবে তিনি আমাকে চারটি [বিশেষ শিক্ষণীয়] কথা বলেছেন। বর্ণনাকারী বলেন, এরপর লোকটি বলিল হে আমীরুল মুমিনীন! সে চারটি কথা কি? তিনি বললেনঃ ১. যে লোক তার পিতা-মাতাকে অভিসম্পাত করে, আল্লাহ তাকে অভিসম্পাত করেন, ২. যে লোক আল্লাহ ব্যতীত ভিন্ন কারো নামে জবেহ করে আল্লাহ তার উপরও অভিসম্পাত করেন, ৩. ঐ ব্যক্তির উপরও আল্লাহ অভিসম্পাত করেন, যে কোন বিদআতী লোককে আশ্রয় দেয় এবং ৪. যে ব্যক্তি জমিনের [সীমানার] চিহ্নসমূহ অন্যায়ভাবে পরিবর্তন করে, তার উপরও আল্লাহ অভিসম্পাত করেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৯৬২, ইসলামিক সেন্টার- ৪৯৬৮]
৫০১৯
আবু তুফায়ল [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমরা আলী [রাদি.] কে বললাম, রসূলুল্লাহ [সাঃআঃ] আপনাকে গোপনে যা জানিয়েছেন, সে বিষয়ে আমাদের কিছু বলুন। তিনি বলিলেন, মানুষের নিকট গোপন রেখেছেন এমন কিছুই তিনি আমার নিকট একান্তে বলেননি। তবে আমি তাঁকে বলিতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবেহ করে, আল্লাহ তাকে লানাত করেন; যে লোক কোন বিদআতীকে ঠাই দেয়, আল্লাহ তাকে লানাত করেন; যে লোক আপন পিতা-মাতাকে লানাত করে, আল্লাহ তাকে লানাত করেন এবং যে ব্যক্তি [জমিনের] চিহ্নসমূহ পরিবর্তন করে, আল্লাহ তাকে লানত করেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৯৬৩, ইসলামিক সেন্টার- ৪৯৬৯]
৫০২০
আবু তুফায়ল [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আলী [রাদি.] কে প্রশ্ন করা হলো, রসূলুল্লাহ [সা] কি আপনাদের নিকট বিশেষভাবে কিছু বলে গেছেন। তিনি বলিলেন, রসূলুল্লাহ [সা] সর্বসাধারণের কাছে প্রকাশ করেননি এমন কোন ব্যাপারে আমাদেরকে বিশেষভাবে কিছু বলে যাননি, তবে একমাত্র আমার তলোয়ারের এ খাপটিতে যা আছে তা ব্যতীত। রাবী বলেন, তারপর তিনি তার তরবারির খাপ থেকে একটি সহীফাহ্ [লিখিত কাগজ] বের করিলেন, যাতে লেখা ছিল- আল্লাহ অভিসম্পাত করেন সে ব্যক্তিকে, যে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবেহ করে, আল্লাহ অভিসম্পাত করেন সে লোককে, যে জমিনের সীমানা চিহ্নসমূহ চুরি করে, আল্লাহ অভিসম্পাত করেন সে ব্যক্তিকে, যে তার পিতাকে অভিসম্পাত করে। আল্লাহ অভিসম্পাত করেন সে ব্যক্তিকে, যে কোন বিদআতী আশ্রয় দেয়। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৯৬৪, ইসলামিক সেন্টার- ৪৯৭০]