অন্ধ ব্যক্তির সাথে চক্ষুস্মান লোক থাকলেও তার আযান দেয়া জায়িয
অন্ধ ব্যক্তির সাথে চক্ষুস্মান লোক থাকলেও তার আযান দেয়া জায়িয একটি মাত্র কাপড় পরিধান করে নামাজ আদায় করা …>> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৫. অধ্যায়ঃ অন্ধ ব্যক্তির সাথে চক্ষুস্মান লোক থাকলেও তার আযান দেয়া জায়িয
৭৩১ : আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, ইবনি মাকতূম [রাদি.] রসূল্ললাহ [সাঃআঃ]-এর সম্মতিতে আযান দিতেন। তখন তিনি ছিলেন অন্ধ।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭২৯, ইসলামিক সেন্টার-৭৪৪]
৭৩২ : হিশাম [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
উল্লিখিত সানাদ পরম্পরায় হিশাম থেকে [উপরের হাদীসের] অনুরূপ বর্ণিত হয়েছে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭৩০, ইসলামিক সেন্টার-৭৪৫]