রসূলুল্লাহ্ [সাঃআ:]-কে অধিক ভালোবাসা ওয়াজিব
রসূলুল্লাহ্ [সাঃআ:]-কে অধিক ভালোবাসা ওয়াজিব >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১৬. অধ্যায়ঃ রসূলুল্লাহ্ [সাঃআ:]-কে স্ত্রী, পুত্র, পরিজন ও পিতামাতা তথা সকলের চাইতে অধিক ভালোবাসা ওয়াজিব এবং যে ব্যক্তি এরূপ ভালোবাসবে না তার ঈমান নেই বলা হয়েছে
৭২
আনাস [রাঃআ:] হইতে বর্ণিতঃ
রসূলুল্লাহ্ [সাঃআ:] বলেছেনঃ “কোন বান্দা [রাবী আবদুল ওয়ারিসের বর্ণনায় কোন ব্যক্তি] ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ আমি তার নিকট তার পরিবার-পরিজন, ধন-সম্পদ ও অন্যান্য লোকদের চাইতে অধিকতর প্রিয় না হব।” [ই.ফা. ৭৪; ই.সে. ৭৬]
হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৭৩
আনাস ইবনি মালিক [রাঃআ:] হইতে বর্ণিতঃ
রসূলুল্লাহ্ [সাঃআ:] বলেছেনঃ তোমরা কেউই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তাহাঁর সন্তান-সন্ততি, পিতা-মাতা এবং অন্যান্য লোকদের চাইতে অধিকতর প্রিয় না হব। [ই.ফা. ৭৫; ই.সে. ৭৭]
হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস